অসংখ্য সহীহ হাদীস দ্বারা প্রমাণিত যে, ঈদের সালাতে তাকবীরে তাহরীমা ও রুকুর তাকবীর ছাড়া ছাড়া প্রথম রাকাতে সাত তাকবীর এবং দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবীর দিতে হয়। যেমন
عن عَائِشَة أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُكَبِّرُ فِي الْفِطْرِ وَالْأَضْحَى فِي الْأُولَى سَبْعَ تَكْبِيرَاتٍ وَفِي الثَّانِيَةِ خَمْسًا…قَالَ سِوَى تَكْبِيرَتَيْ الرُّكُوعِ
“আয়েশা (রা:) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আযহার প্রথম রাকাতে সাত তাকবীর এবং দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবীর দিতেন।” অন্য সনদে আছে, উল্লেখিত তাকবীরগুলো রুকুর তাকবীর ছাড়া। (আবূদাঊদ হাদীস নং ৩৭০)
তবে কোন কোন হাদীসে সাহাবীদের পক্ষ থেকে ৬ তাকবীরের কথাও প্রমাণিত। তাই আমরা বলব, ১২ তাকবীর দেয়া উত্তম, কিন্তু ৬ তাকবীর জায়েয। (যেমনটি বলেছেন, শাইখ আলবানী রাহ.) আর মূলত: এই অতিরিক্ত তাকবীরগুলো সুন্নত; ওয়াজিব বা রোকন নয়। তাই এ মাসআলায় অতিরিক্ত বিতর্ক করা বর্জনীয়।

ঈদের অতিরিক্ত তাকবীর পাঠ করার সময় তাকবীরগুলোর মাঝে কোন দুআ নেই।
আল্লাহু আলাম।
—————-
উত্তর প্রদানে
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব
Leave a Reply