হক পন্থীরা বাতিল দেখে যদি চুপ থাকে তবে বাতিল পন্থীরা নিজেদেরকে হক পন্থী ভাবতে শুরু করে।” পৃথিবীতে এটি একটি পরীক্ষিত সত্য।
পৃথিবীতে শিরক, বিদয়াত, কুসংস্কার ও অন্যায়-অপকর্ম বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হল সত্য পন্থীদের নীরবতা।
এই জন্যই পূর্বসূরিগণ বলতেন, “হক বলা থেকে যে চুপ থাকে সে হল বোবা শয়তান।”
তাই সত্যপথের কাণ্ডারিদের জন্য কর্তব্য হল, সাহস বুকে নিয়ে শিরক, বিদয়াত, কুসংস্কার ও অন্যায়-অকর্মের প্রতিবাদ করা এবং সত্যের কথা উচ্চকিত করা। অন্যথায় বাতিল পন্থীরা নিজেদেরকেই হক পন্থী ভাবতে শুরু করবে।
অবশ্য তৎক্ষণাৎ প্রতিবাদ করায় যদি অন্যায় ও বিশৃঙ্খলা আরও ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে তবে সে ক্ষেত্রে হেকমত হল, অন্তর দিয়ে সেই অন্যায়কে ঘৃণা করার পাশাপাশি সেই মূহুর্তে প্রতিবাদ না করে সময় ও সুযোগের অপেক্ষায় থাকা এবং সেই অন্যায়কে কিভাবে বন্ধ করা যায় তার জন্য চিন্তা-ভাবনা ও পরিকল্পনা করা। আল্লাহু আলাম।
-আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
Leave a Reply