রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন

আমি জানতে চাই, বিন/ইবনে এবং বিনত দ্বারা কী বুঝায়?
রিপোর্টারের নাম / ২৫৫ কত বার
আপডেট: মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
প্রশ্ন: আমি জানতে চাই, বিন/ইবনে এবং বিনত দ্বারা কী বুঝায়?
উত্তর:
▪ ইবন/ইবনে ও বিন অর্থ ছেলে। যেমন:
🔹 মুহাম্মদ বিন আব্দিল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অর্থ: আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ
🔹 যায়েদ বিন হারিসা রা. অর্থ: হারিসার ছেলে যায়েদ।
🔹 আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. অর্থ: আব্বাসের ছেলে আব্দুল্লাহ রা.
🔹ওজায়ের ইবনে আবি বকর অর্থ: আবু বকরের ছেলে ওজায়ের।
▪ আর বিনত/বিনতে শব্দের অর্থ মেয়ে। যেমন:
🔸 ফাতিমা বিনতে মোহাম্মদ সা. অর্থ: মুহাম্মদ সা. এর মেয়ে ফাতিমা রা.
🔸 আয়েশা বিনতে আবি বকর রা. অর্থ: আবু বকর এর মেয়ে আয়েশা রা.
🔸 হাফসা বিনতে উমর রা. অর্থ: উমরের মেয়ে হাফসা রা.।
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর..
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট