জুমার দিন ‘জাহান্নাম অবধারিত এমন বহু সংখ্যক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্ত ঘোষণা’ সংক্রান্ত হাদিসটি সঠিক নয়
জুমার দিন ‘জাহান্নাম অবধারিত এমন বহু সংখ্যক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্ত ঘোষণা’ সংক্রান্ত হাদিসটি সঠিক নয়
▬▬▬▬◯▬▬▬▬
প্রশ্ন: নিচের হাদিসটি কতটুকু সহিহ?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রত্যেক জুমার দিন ১ কোটি ৪৪লক্ষ জাহান্নামিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়।” [মুসনাদে আবু ইয়ালা, ৩য় খণ্ড, ২৯১, ২৩৫ পৃঃ হাদিস ৩৪২১,৩৪৭১]
উত্তর:
জুমার দিন জাহান্নাম অবধারিত এমন বহু সংখ্যক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্ত ঘোষণা সংক্রান্ত হাদিসটি সহিহ নয়।
নিম্নে উক্ত হাদিস এবং তার গ্রহণযোগ্যতার ব্যাপারে বিজ্ঞ মুহাদ্দিসদের মতামত সংক্ষেপে উল্লেখ করা হল:
◈ হাদিসটি হল,
ليلةُ الجمعةِ ويومُ الجمعةِ أربعُ وعشرونَ ساعةً ، للهِ تعالى في كلِّ ساعَةٍ منها ستُّ مئةِ ألفِ عتيقٍ مِنَ النارِ ، كلُّهم قدِ استوجبوا النارَ
“জুমার দিনের রাত-দিন ২৪ ঘণ্টা। প্রতি ঘণ্টায় আল্লাহ তাআলা ৬ লক্ষ জাহান্নামিকে জাহান্নাম মুক্তি দেয়া হয়-যাদের উপর জাহান্নাম অবধারিত হয়ে গেছে।” [মুসনাদে আবু ইয়ালা, ৩য় খণ্ড, ২৯১, ২৩৫ পৃষ্ঠা, হাদিস-৩৪২১, ৩৪৭১]
◈ এ হাদিস বিষয়ে বিজ্ঞ মুহাদ্দিসগণের অভিমত:
● ইবনে হিব্বান বলেন, باطل لا أصل له “এটি ভিত্তিহীন বাতিল হাদিস” [কিতাবুল মাজরূহীন, ১/২০১]
● ইবনুল জাওযী এটিকে তার বিখ্যাত বানোয়াট হাদিস সংকলন গ্রন্থ ‘আল মাউযুআত’ কিতাবে উল্লেখ করেছেন। [কিতবুল মাওযুআত, ২/৫৫২]
● শাইখ আলবানি বলেন, এটি মুনকার। [সিলসিলা যইফা, হা/৬১৪]।
অন্যত্র বলেন, ضعيف جداً “অত্যধিক দুর্বল। [সিলসিলা যইফা, হা/৩২৯৭]
এ ছাড়াও অনেক মুহাদ্দিস এটিকে দুর্বল, ভিত্তিহীন/বানোয়াট বলে মন্তব্য করেছেন।
আল্লাহু আলাম।
-আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল