✒️✒️ ঈদে মিলাদুন্নাবী উপলক্ষে Open কুইজ ✒️✒️
🔏 যেকোন ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে।
📄 ১ম সঠিক উত্তরদাতা পাবেন ২০০০ টাকা।
📄 ২য় সঠিক উত্তরদাতা পাবেন ১০০০ টাকা।
📄 ৩য় সঠিক উত্তরদাতা ৫০০ টাকা।
প্রশ্নাবলীঃ
👉👉👉👉👉
০১। রসুল মুহাম্মাদ (ﷺ) জীবদ্দশায় প্রথম কত হিজরীতে তাঁর জন্ম দিবস উৎযাপন করেছেন?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
০২। তাঁর মৃত্যুর বছর তাঁর সর্বশেষ মিলাদুন্নাবী উৎযাপন কোন শহরে উৎযাপিত হয়েছিলো? তাতে কতজন সাহাবী উপস্থিত ছিলেন?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
০৩। রসুল (ﷺ) এর মৃত্যুর পর মা আয়েশা (রা) সহ তাঁর অন্যান্য স্ত্রীগণ কিভাবে মিলাদুন্নাবী তথা তাঁর জন্মদিবস উৎযাপন করতেন?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
০৪। রসুল (ﷺ) এর জন্মদিন উপলক্ষে ৪ জন প্রসিদ্ধ সাহাবীসহ অন্যান্য সাহাবীগণ কি ধরনের উৎসব পালন করতেন?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
০৫। তাঁর জন্মদিবস উৎযাপনের হাদীস সমূহ বর্ননা করেছেন যে সকল সাহাবীগণ তাদের সবার নাম লিখুন!
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
০৬। প্রসিদ্ধ কয়েকজন তাবেঈ ও তাবে-তাবেঈ এর নাম লিখুন,যারা মিলাদুন্নবী উৎযাপন করতে না পারলে ঘুমাতে পারতেন না।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
০৭। হানাফী মাযহাবের ইমাম আবু হানিফা (রহ) সহ অন্য ৩ মাযহাবের ইমামগণ মোট কতবার ঈদে-মিলাদুন্নাবী উৎযাপন করেছেন?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
০৮। ১৪০০ বছর আগে রসুল (ﷺ) এর জন্মদিবসের অনুষ্ঠানগুলোতে যে ধরনের খেজুর ও মিষ্টান্ন পরিবেশন করা হতো সেগুলোর নাম কি?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
০৯। রসুল (ﷺ) এর জন্মদিবস উপলক্ষে তিনি আমাদের কি কি না’ত শিক্ষা দিয়েছেন?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
১০। দরুদে ইব্রাহীম পড়লে ১০ বার আল্লাহর রহমত বর্ষিত হয়। ‘ইয়া নবী সালামু আলাইকা…’,‘সালাতুনিয়া রাসুল্লাহ…’, ‘মোস্তফা জানে রহমত পে লাখো সালাম…’ প্রভৃতি মানুষের বানানো দরুদ পড়লে কতটুকু রহমত বর্ষিত হবে?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
১১। রসুল (ﷺ) এর জন্মস্থান মক্কা, ইন্তিকালের স্থান মদিনা। মক্কা মদিনায় কোন আওলাদে রসুল পাওয়া না গেলেও বাংলাদেশ, ভারত, পাকিস্থানে এত আওলাদে রসুল আসলো কোথা হতে?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
১২। ‘ঈদে মিলাদুন্নাবী’ -সকল ঈদের সেরা ঈদ এর সালাত কয় রাক’আত ও কয় তাক্ববীরের সহীত আদায় করতে হয়?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
১৩। কয়েকটি বিদ’আত- হাসানা এর নাম লিখুন। বিদ‘আত হলেও এগুলো করে সাওয়াব পাওয়া যাবে, এই বক্তব্য এর পক্ষে কোরআন হাদীছের দলিল পেশ করুন।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
১৪। সর্বপ্রথম কোন সাহাবী মিলাদুন্নবী উপলক্ষে জসনে ঝুলুছের আয়োজন করেছেন?
বিশেষ দ্রষ্টব্য:
——————
👉 কোরআন ও সহীহ হাদিসের রেফারেন্স ছাড়া উত্তর গ্রহণযোগ্য হবে না।
-জাল-জঈফ হাদীছ দিয়ে উত্তর দিলে তা গ্রহনযোগ্য হবে না। ।
Leave a Reply