⚠️প্রশ্ন:ফাজায়েল আমল ও এসব বইতে যে আজগুবি ঘটনা গুলো ও কথা আছে সেগুলো কি সত্যি ?
—-𖣔𖣔𖣔—-
উত্তর: তাবলীগ জামাআতের প্রসিদ্ধ বই ফাযায়েলে আমল, ফাযায়েলে হজ্জ,ফাযায়েলে নামায, ফাযায়েল সাদাকাত নিয়ামুল কুরআন,ওযিফা যে সব বিদআতি সুফি লেখকদের বই আপনাদের ঈমান আকিদা ধ্বংস করতে পারে নিম্নে দেয়া হলঃ
ফুটপাতে রাস্তা ঘাটে ফেরিতে এসব বই বিক্রি হয়। অজ্ঞ জনতা মনে করে এসবই ইসলাম এসবই দীন। অতএব সাবধান ভুলেও টাকা নস্ট করবেন না। কারন এই বই গুলোতে অনেক অনেক জাল-জয়ীফ বানোয়াট হাদিস রয়েছে।
⚠দেখুনঃ
১-ফাজায়েলে আমল।❌
২-ফাজায়েলে সদকা,দরুদ।❌
৩-মুন্তাখাব হাদিস।❌
৪-নেক আমল❌
৫-নেয়ামুল কোরান।❌
৬-স্ত্রী শিক্ষা।❌
৭-মক্সুদুল মোমেনিন।❌
৮-নামায শিক্ষা।❌
৯-দলিল সহ নামাজের মাসায়েল।(মতিন)❌
১০-বেহেশতি জেওর।❌
১১-কোরানের শ্রেষ্ঠ কাহিনি।( লুথফর)❌
১২-ভেদে মারেফত ইয়াদে খোদা।❌
১৩-আশেকে মাশুক।❌
১৪-মজমায়েজে করিমিয়া।❌
১৫-তাবিজের কিতাব।❌
১৬-বার চান্দের ফজিলত।❌
১৭-সলেমানি তাবিজ।❌
১৮-সলেমানি খাবনামা।❌
১৮-কাসাসুল আম্বিয়া।❌
১৯-মধুর মিলন।❌
২০-স্বামি স্ত্রী কর্তব্য।❌
২১-তাজকেরাতুল আওলিয়া।❌
⚠️ইত্যাদি বইগুলোতে অসংখ্য জাল-যঈফ হাদীস,শির্ক-বিদাত, আজগুবি কিচ্ছা-কাহিনী এবং দলীল বহির্ভূত সওয়াবের ফুলঝুরি রয়েছে। হক্কপন্থি আলেমগণ তাদের এসব ভুল-ভ্রান্তি তুলে ধরে শত শত বই রচনা করেছেন। কিন্তু তারা এখন পর্যন্ত তারা এগুলো সংশোধন করে নি। এ কারণে সর্বসাধারণের এ সব পড়া থেকে বিরত থাকা জরুরি।
কারো বাসায় এসব বই থাকলে আগুনে পুড়িয়ে ফেলতে হবে। মনে রাখবেন, আপনার রেখে যাওয়া বই অন্য মানুষ পড়ে বিভ্রান্ত হলে যার দায় ভার আপনাকেও নিতে হবে।
▬▬▬◄❖►▬▬▬
উত্তর প্রদানে:
শায়েখ:আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
(লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়)
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।