প্রশ্ন: পুরুষদের জন্য দুই বা চার আনা স্বর্ণের আংটি পড়া কি জায়েয?
উত্তর: না জায়েয নাই। কারণ একাধিক হাদীসে পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহারে নিষেধাজ্ঞা বর্ণিত হয়েছে। কিন্তু দুই বা চার আনা ব্যবহার বৈধ হওয়ার পক্ষে কোন দলীল পাওয়া যায় না।
▪ আবু মুসা আশ‘আরী রা. রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন,
أُحِلَّ الذَّهَبُ وَالْحَرِيرُ لِإِنَاثِ أُمَّتِي، وَحُرِّمَ عَلَى ذُكُورِهَا
“আল্লাহ তা‘আলা আমার উম্মতের নারীদের জন্য রেশম ও স্বর্ণ হালাল করেছেন এবং পুরুষদের জন্য হারাম করেছেন।”(সুনান নাসাঈ হাদীস নং-৫২৬৫)
▪ আলী বিন আবি তালিব রা. হতে বর্ণিত।
أَخَذَ حَرِيرًا فَجَعَلَهُ فِي يَمِينِهِ ، وَأَخَذَ ذَهَبًا فَجَعَلَهُ فِي شِمَالِهِ ثُمَّ قَالَ : إِنَّ هَذَيْنِ حَرَامٌ عَلَى ذُكُورِ أُمَّتِي
একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডান হাতে রেশম এবং বাম হাতে স্বর্ণ নিয়ে বললেন, “এ দু’টি আমার উম্মতের পুরুষদের জন্য হারাম এবং নারীদের জন্য হালাল।” (আবুদাউদ হা/৪০৫৭; ইবনু মাজাহ হা/৩৫৯৫; মিশকাত হা/৪৩৯৪)।
এ মর্মে আরও অনেক হাদীস রয়েছে।
আমাদের সমাজে প্রচলিত আছে যে, পুরুষের জন্য দু আনা বা চার আনা স্বর্ণের আংটি ব্যবহার করা জায়েয আছে। যেন কোথাও মারা গেলে সেটা বিক্রি করে কাফনের কাপড় কিনতে পারে!
প্রকৃতপক্ষে এটি দলীল বিহীন কথা।
মানুষ মারা গেলে জীবিত মুসলিমদের জন্য ফরযে কেফায়া হল, তার কাফন-দাফনের ব্যবস্থা করা। জীবিত লোকদের কারও মৃত ব্যক্তির জন্য কাফনের কাপড় কেনার সামর্থ না থাকলে তার নিজস্ব পরিধেয় কাপড়েই দাফন সম্পন্ন করবে। তা ছাড়া এটি কিভাবে নিশ্চিত হওয়া যায় যে, একজন মৃত মানুষের কাছে থাকা স্বর্ণের আংটি বিক্রয় করে দাফন ক্রিয়া সম্পন্ন করা হবে? বরং মারা যাওয়ার পর তার স্বর্ণের আংটি ও অন্যান্য আসবাব-পত্র হারানোর সম্ভাবনাই বেশি।
সুতরাং কিভাবে দলীল ছাড়া হারাম বিষয়কে হালাল করার চেষ্টা চালানো হয়- তা বোধগম্য নয়। আল্লাহু আলাম।
________
উত্তর প্রদানে:
-আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
জুবাইল দাওয়াহ সেন্টার।