রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন

হাদীস ::: একটি মাছির কারণে জান্নাতে অথবা জাহান্নামে!
কাজী আসাদ বিন রমজান / ৫৪২ কত বার
আপডেট: সোমবার, ২২ নভেম্বর, ২০২১

একটি মাছির কারণে জান্নাতে অথবা জাহান্নামে!

ত্বারেক বিন শিহাব (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: এক ব্যক্তি একটি মাছির কারণে জান্নাতে যাবে আর এক ব্যক্তি মাছির কারণে জাহান্নামে যাবে। সাহাবীগণ বললেন তা কি ভাবে? উত্তরে রাসূল (ﷺ) বললেন : এক কওমের একটি ভাষ্কর্য বা মূর্তি ছিল। ওটার পাশ দিয়ে যেই যেত সেই উক্ত ভাষ্কর্যে কোন কিছু উৎসর্গ না করে যেতে পারতো না। সেখান দিয়ে একবার দু’জন লোক যাচ্ছিল। তাদের একজনকে মূর্তিওয়ালারা বলল কিছু দান করে যাও। সে বলল, আমার কাছে দান করার মত কোন কিছুই নেই।তারা বলল একটি মাছি হলেও তোমাকে উৎসর্গ করতে হবে।সুতরাং সে একটি মাছি উৎসর্গ করল। তারা তার পথ ছেড়ে দিল। এভাবে সে জাহান্নামে প্রবেশের ফয়সালা নিশ্চিৎ করল। এবার অপর জনকেও বলল:কিছু দান করে যাও।সে জবাবে বলল, আমি আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে কোন কিছুই দান করব না। ফলে তারা তরবারী দিয়ে তার গর্দান উড়িয়ে দিল।কিন্তু সে জান্নাতের ফয়সালা লাভ করল।

(💠মুসনাদে আহমাদ:২২, ইমাম আহমাদ, আয-যুহুদ ১/১৫; বায়হাক্বী, শু‘আবুল ঈমান হা/৭৩৪৩, ইবনু আবী শায়বাহ হা/৩৩০৩৮💠)

আল্লাহ আমাদের সবাইকে শির্ক মুক্ত আমল করার তৌফিক দান করুন আমিন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর..
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট