ভূমিকম্প
——-জুনাইরা নুহা
থর থর করে কেঁপে ওঠে সব
কেঁপে ওঠে দেশ
ধুকধুক বুকে, এই বুঝি হলো
জীবনের সব শেষ।
মাটি কাঁপে সাথে জল ছলছল
কাঁপে সব বন-জন
যার অপরাধে কেঁপে ওঠে সব
দৃঢ় তবু তার মন?
পাপি ওরে, ধমনির নবী
শ্রেষ্ঠ আপনজন
বহুদিন আগে বলেছেন কি
মন দিয়ে তা শোন।
সমাজে যখন ব্যভিচার আর
অবিচার ছয়লাপ
ভূমির কম্পে লন্ড হবে সব
পাপ তার অভিশাপ।
অন্তিমকালে কাবু ধরণী
আসছে কেয়ামত
দিন বাদে দিন ভূমিকম্প তার
শ্রেষ্ঠ আলামত।