ফেসবুকের মাধ্যমে দুআ চাওয়া
🔷 প্রশ্ন: আজকাল ফেসবুকে একটা জিনিস খুবেই চোখে পড়ে। যেমন: আমার জন্য দুআ করবেন, আমার বাবা-মা অসুস্থ দুআ করবেন ইত্যাদি। প্রশ্ন হল, এ ভাবে কি ফেসবুকে দুআ চাওয়া যাবে কি? এ সম্পর্কে ইসলাম কী বলে?
🔷 উত্তর:
ইসলামি শরিয়তে অন্যের নিকট দুআ চাওয়া এবং অন্যের জন্য দুআ করা উভয়টিই জায়েজ। সুতরাং সরাসরি হোক বা চিঠি, ইমেইল, কল, SMS, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ইত্যাদি যে মাধ্যমই হোক না কেন-এতে কোন আপত্তি নেই ইনশাআল্লাহ। কেননা এসব আধুনিক মিডিয়াকে ব্যবহারের উদ্দেশ্য অনুযায়ী তার বিধান প্রযোজ্য হবে। হারাম কাজে ব্যবহার করলে হারাম আর হালাল কাজে ব্যবহার করলে হালাল।
সুতরাং কেউ যদি ফেসবুকে নিজের জন্য অথবা নিজের জীবিত বা মৃত বাবা, মা, স্ত্রী, সন্তান ইত্যাদির জন্য দুআ চায় আর লোকজন কমেন্টে দুআ করে ইনশাআল্লাহ তাতে কোন সমস্যা নেই। আল্লাহ তাআলা কারও দুআ কবুল করলে উদ্দিষ্ট ব্যক্তি তা দ্বারা উপকৃত হবে ইনশাআল্লাহ।
الله أعلم
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার , সৌদি আরব।
Leave a Reply