গানের শিরোনামঃ ফজরের আজান হইলে পরে
কথা ও সুরঃ আমিরুল মোমেনীন মানিক
ফজরের আজান হইলে পরে
চাষী ভাই……..
নামাজ পড়বার যাইও
বিহান বেলায় ক্ষেতের কামে…
লাঙ্গল জোয়াল লইও
চাষী ভাই লাঙ্গল জোয়াল লইও (২ বার)
যোহর পইড়ো সময় হইলে
কাম কাজ রাইখা মাঠে…..
নামাজ শেষে দোয়া কইরো
ভালা ফসল ফলনে। (২ বার)
আসর নামজ পইড়া তুমি (২ বার)
বাড়ির দিকে যাইও….
বাড়ির দিকে যাইও – আবার ঐ
বাড়ি গিয়ে মাগরিব পইড়ো
আজান দেওয়ার পরে…..
লাঙ্গল জোয়াল গরু বাছুর
তুইলো তোমার ঘরে। (২ বার)
এশার নামাজ পইড়া তুমি (২ বার)
রাতের ঘুমে যাইও….
রাতের ঘুমে যাইও – আবার ঐ
Leave a Reply