রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন

ইলম শেখার পূর্বে আদব শেখা!
কাজী আসাদ বিন রমজান / ৬৩৬ কত বার
আপডেট: রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

▌ইলম শেখার পূর্বে আদব শেখা!

আমাদের সালাফগণ ইলম শিখার আগে আদব শিখতেন। ইলম অর্জনের জন্য আগে নিজেকে যোগ্য করে তুলতেন। তারপর দারসে বসতেন।

— ইলম শেখার আগেই মূলত ইলমের আদব শেখা উচিত। যে ইলম নিজের আদব আখলাক কে পরিবর্তন করতে পারে না তা সত্যিকারের ইলম নয়।

ইমাম ইবনে সিরীন রাহ. (১১০ হি.) বলেন-
كانوا يتعلمون الهدي كما يتعلمون العلم

“‘তারা ( সাহাবা-তাবিঈগণ) যেমন ইলম শিক্ষা করতেন তেমনি আচার-আচরণও শিক্ষা করতেন।”
(আলজামি লিআখলাকির রাবী ওয়া আদাবিস সামি’, খতীব বাগদাদী ১/৭৯)

ইমাম মালিক(রহিমাহুল্লাহ) বলেন-
” ﺗﻘﻮﻝ ﻟﻲ : ﺍﺫﻫﺐ ﺇﻟﻰ ﺭﺑﻴﻌﺔ ﻓﺘﻌﻠﻢ ﻣﻦ ﺃﺩﺑﻪ ﻗﺒﻞ ﻋﻠﻤﻪ ”

“আমার মা আমাকে বলল (ইমাম) রবীআহর নিকট যাও, এরপর তাঁর থেকে তাঁর ইলম শিক্ষার আগে তাঁর আদব শিখে নাও।”
(তারতিবুল মাদারিক ১/১৩০)

ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারাক (রহিমাহুল্লাহ) বলেন-
” ﻃﻠﺒﺖ ﺍﻷﺩﺏ ﺛﻼﺛﻴﻦ ﺳﻨﺔ، ﻭﻃﻠﺒﺖ ﺍﻟﻌﻠﻢ ﻋﺸﺮﻳﻦ ﺳﻨﺔ، ﻭﻛﺎﻧﻮﺍ ﻳﻄﻠﺒﻮﻥ ﺍﻷﺩﺏ ﻗﺒﻞ ﺍﻟﻌﻠﻢ “.

“আমি ৩০ বছর আদব শিখেছি আর ২০ বছর ইলম শিখেছি এবং সালাফুস সালেহীনরা ইলম শিখার আগে আদব শিখতেন।”
(গায়াতুন নিহায়া ১/১৯৮)

তিনি আরও বলেন,
“আমরা যদি দুনিয়ার জন্য ইলম অন্বেষণ করি, তবে দুনিয়া মিলবে। যত বেশি তলব করব, ততই মিলবে। কিন্তু সেটা আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে।” কারও কাছে অনেক কুরআন-হাদীসের জ্ঞান আছে কিন্তু আদব নেই, তার দ্বীন অপূর্ণাঙ্গ।
.
কারণ আদব বই পড়ে শেখা যায় না। আদব শিখতে হয় অনুশীলন করে। একজন মানুষের মধ্যে আদব আসে দীর্ঘ অনুশীলনের পর। সাহাবায়ে কেরাম (রদিয়াল্লাহু আনহুম) আগে আদব শিখেছেন, তারপর শিখেছেন ইলম।
.

ইমাম ইবনুল জাওযী(রহ:) বলেন-
” ﻛﺎﺩ ﺍﻷﺩﺏ ﻳﻜﻮﻥ ﺛﻠﺜﻲ ﺍﻟﻌﻠﻢ “.
“আদব হচ্ছে ইলমের এক তৃতীয়াংশ। ”
[সিফাতুস সফওয়াহ ১/৪৫].

ইমাম আব্দুল্লাহ ইবনু ওয়াহহাব(রহ:) বলেন:
” ﻣﺎ ﺗﻌﻠَّﻤﻨﺎ ﻣﻦ ﺃﺩﺏِ ﻣﺎﻟﻚٍ ﺃﻛﺜﺮُ ﻣﻤﺎ ﺗﻌﻠّﻤﻨﺎ ﻣﻦ ﻋﻠﻤﻪ “.

“আমরা মালিকের ইলম অপেক্ষায় তাঁর আদব সবচেয়ে বেশি শিখেছি।”
[সিয়ারু আ’লা মিন নুবালা ৮/১১৩]

ইমাম শাফিই (র.) এর জীবনের একটা ঘটনা শেয়ার করছি।

ইমাম শাফিঈ (র.) তার দ্বীনের পড়াশোনা চুকিয়ে টানা দুই বছর পরে বাড়ি ফিরেছেন। তিনি দরজায় দাঁড়িয়ে কড়া নাড়লেন। ভিতর থেকে মা জিজ্ঞেস করলেন, “তুমি তোমার সাথে কি নিয়ে এসেছ?” শাফিঈ (র.) জবাব দিলেন, “মা! আমি আমার সাথে এনেছি জ্ঞান এবং আদব”। তার মা বললেন, “তুমি ফেরত যাও বাবা! তুমি তোমার সাথে কিছুই নিয়ে আসোনি!”

ইমাম শাফিঈ তো যারপরনাই অবাক! হতভম্ব হয়ে তিনি তার শিক্ষক ইমাম মালিকের কাছে গিয়ে সব ঘটনা খুলে বললেন। ইমাম মালিক (র.) তাকে উপদেশ দিলেন, “আবার তোমার মায়ের কাছে ফেরত যাও। তিনি একই প্রশ্ন জিজ্ঞেস করলে এবার উত্তর দিবে, “আমি আমার সাথে আদব এবং জ্ঞান নিয়ে এসেছি!”

❝আগে আদব, পরে জ্ঞান!❞

ইমাম শাফিঈ বাধ্য পুত্রের মত তার মায়ের কাছে ফেরত গেলেন এবং তাকে একই প্রশ্ন করা হল। এবার উত্তরে তিনি বললেন, “মা! আমি আমার সাথে আদব-আখলাক এবং জ্ঞান নিয়ে এসেছি!”

এ কথা শুনে তার মা দরজা খুলে সাদরে ছেলেকে গ্রহণ করলেন!

রেফারেন্সঃ
ইমাম শাফিঈ (র) এর ঘটনাটি নেওয়া হয়েছে “Greatest Moms of All Times” Online Course থেকে, Shaykh Suleiman.

ইলম প্রকাশ পায় ব্যক্তির আদব, আখলাক আর বিনয়ের মাধ্যমে। এজন্য ইলম শিখার আগে আগে দরকার আদব শিখা। আল্লাহ আমাদেরকে উপকারী ইলম এবং আত্মার পরিশুদ্ধি অর্জনের তৌফিক দান করুন। (আমীন)

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর..
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট