আগুনের বাজার
——জুনাইরা নুহা
দুস্থ দুঃখীর আর্তনাদ আজ
কী করে রোজ খাবে
দিন টানা তার আয় দিয়ে কি
দু মুঠো ভাত পাবে?
ঊর্ধ্বমুখী বাজার দর আজ
লাগছে আগুন চালে
আদা রসুন পেঁয়াজের দাম
বাড়ছে তালে তালে।
তেলে ডালে লাগাম ছাড়া
মূল্য দিচ্ছি গুণে
পান্তা খেতে গিয়ে দেখি
দিগুণ রাখছে নুনে।
মৎস্য মাংসের বাজার আগুন
যায়না কাছে যাওয়া
ক্ষুধার জ্বালায় খাবো সবজি
তাতেও গরম হাওয়া।
নিম্ন-মধ্য সবার মনে
ভীষণ জ্বালা যাতন
সব কিছুরই দাম বাড়ে তো,
বাড়েনা তার বেতন।
ভোটটা নিতে নেতা সাহেব
ধরেন যাকে তাকে
আজকে তাদের বললে কথা
শাক দিয়ে মাছ ঢাকে।
মুক্ত মনে ঘুরেন তারা
যায়না তাদের ছোঁয়া
বিবেক পুড়ে কয়লা হয়ে
উড়ছে শুধু ধোঁয়া।