যদি পেয়ে যাই শবে ক্বদরের
কবুল একটি রাত
যদি তুলি চোখের অশ্রু ফেলে
পাপি দুটি হাত
তুলে নিবেন প্রভু রহমতে তার
ক্ষমা করে যত ভুল
ক্ষমা করে যত ভুল।
রহমান নামে এসে যান প্রভু
খুলে দেন আসমান
রহমের বারী দেয় ভিজিয়ে
পাপিদের মন প্রাণ
মুক্তির তরে মুমিনেরা সবে
মুনাজাতে হয় মশগুল।
তুলে নিবেন প্রভু রহমতে তার
ক্ষমা করে যত ভুল।
Leave a Reply