শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন

ঈদের ছুটিতে লাশ হয়ে ফিরতে হলো বাড়িতে
কাজী আসাদ বিন রমজান / ৪৮৭ কত বার
আপডেট: বুধবার, ৬ জুলাই, ২০২২

তেঘরা দারুল হাদীস সালাফিয়্যাহ মাদরাসা, বর্তমান যেটা (আল জামি’আহ আস সালাফিয়্যাহ) হতে চলেছে, তেঘরা,বিরল দিনাজপুর, এর প্রধান শিক্ষক শায়েখ হুসাইন ও পরিবারের ৩ সদস্য সহ তার নিজ মোটরসাইকেলে করে রওনা হয় চাপাই নবাবগঞ্জ জেলার ভোলার হাট থানায় তাদের গ্রামের বাড়ির পথে ছুটেছিলেন। আর কয়েক দিন পর ঈদের আনন্দে মেতে ওঠার কথা ছিল তাঁদের। সেজন্যই দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সামনে পৌঁছাতেই ঘটল দুর্ঘটনা। লরির চাপায় প্রাণ গেল মা-মেয়ের। গুরুতর আহত হলো বাবা ও ছেলে। হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তারা।

আজ বুধবার ভোর ৪:৩০ মিনিটে ঘটে এ দুর্ঘটনা। নিহত মেয়ের নাম ফাহিমা খাতুন (১২) এবং তাঁর মায়ের নাম বিউটি খাতুন (২৮)। আহতরা হলো ফাহিমার বাবা হুসেন আলী এবং তার  ১৮ মাসের ভাই নাছরুল্লাহ।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আসাদুজ্জামান আসাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

আসাদুজ্জামান জানান, ঈদ করতে বাড়ি যাওয়ার পথে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সামনে পৌঁছালে একটি লরি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে একই পরিবারের মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়। আহত হয় মোটরসাইকেলের চালক বাবা এবং তাঁর শিশুসন্তান নাসরুল। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
সর্বশেষ তথ্যানুযায়ী ছোট ছেলে নাছরুল্লাহ অদ্য দুপুর ১২:৩০ মিনিটে মৃত্যু বরণ করেন।

নিহতদের মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর..
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট