প্রিয় মাহফুজ
——জুনাইরা নুহা
একটি বছর কেটে গেলো
আছিস রে তুই ঘুমে
জেগে দেখনা সবই আছে
নেই শুধু তুই রুমে।
তোর সাজানো টেবিল আছে
আছে কলম খাতা
রুমের প্রতি ধুলি-কণায়
তোরই স্মৃতি গাঁথা।
তোর বাগানে গাছ উঠেছে
ফুল ফুটেছে কত
রোজ বিকেলে কুকিল ডাকে
হুবহু তোরই মত।
আজও শুনি তোর গাওয়া গান
মিষ্টি মাখা সুরে
যেই সুরে তোর প্রীতি মাখা
সবার হৃদয় জুড়ে।
জাগনারে ভাই ঘুম থেকে তুই
দিয়ে মুচকি হাসি
আজও তোকে হয়নি বলা
অনেক ভালোবাসি।