রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৩:৪৩ পূর্বাহ্ন

ভারতে সাড়ে চার দিনেরও কম সময়ে ৭৫ কি.মি. রাস্তা তৈরীর অনন্য নযীর
কাজী আসাদ বিন রমজান / ৫০৬ কত বার
আপডেট: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

অবিশ্বাস্য কম সময়ে ভারতে ৭৫ কিলোমিটার রাস্তা তৈরি হয়ে গেল। সেই রাস্তার সুবাদে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে ফেলল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া (এনএইচএআই)। ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গডকড়ি এ খবর জানিয়েছেন। এত দীর্ঘ পথ এত কম সময়ে তৈরির করার নযীর বিশ্বে নেই।

ভারতের মহারাষ্ট্রের আকোলা ও অমরাবতী যেলার মাঝখানে ৭৫ কিলোমিটার পথ নির্মাণ করা হয়েছে সাড়ে চার দিনেরও কম সময়ে। এ দীর্ঘ পথ তৈরি করতে নির্দিষ্টভাবে ১০৫ ঘণ্টা ৩৩ মিনিট সময় লেগেছে বলে উল্লেখ করেছেন নিতিন। ৮০০ থেকে ১০০০ কর্মী নির্মাণ কাজে শ্রম দিয়েছে। বিটুমিন কংক্রিটের তৈরি এই রাস্তা দু’টি লেনের একটি পূর্ণাঙ্গ রাস্তার একাংশ। এ রাস্তা তৈরি করতে অত্যাধুনিক যন্ত্রের সাহায্য নেয়া হয়েছে। এর আগে এত তাড়াতাড়ি বড় রাস্তা তৈরির গিনেস-রেকর্ড কাতারের কাছে ছিল। কাতারের দোহায় ১০ দিনে ২৫ কিলোমিটার একটি রাস্তা তৈরির গিনেস রেকর্ড রয়েছে।

[আমাদের প্রশ্ন, বাংলাদেশ কেন এটা পারে না? বলা হয়, এদেশে ১ কি.মি. রাস্তা করতে যে খরচ, পৃথিবীর কোন দেশেই তত খরচ হয় না। এই বদনাম আর কত দিন শুনতে হবে? (স. স.)]।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর..
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট