০৭/০৯/২০২২ইং তারিখের মিটিং রেজুলেশন মর্মে জানানো যাচ্ছে যে, মহব্বতপুর দারুল হাদীস আস-সালাফিয়্যাহ মাদরাসা, গ্রাম: মহব্বতপুর, ডাকঘরঃ চেরাডাঙ্গী, উপজেলা: সদর, জেলা: দিনাজপুর ।
নিম্ন বর্ণিত পদ সমূহে শিক্ষক নিয়োগের নিমিত্তে আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্তসহ মর্মে স্বহস্তে লিখিত দরখাস্ত প্রিন্সিপাল বরাবর আহ্ববান করা যাচ্ছে।
যে সব বিভাগে শিক্ষক নিয়োগ দেওয়া হবে
১। নূরাণী বিভাগ: একজন (পুরুষ শিক্ষক) আবশ্যক
কাজ: আবাসিকে অবস্থান করেই শিশু কমলমতি ছোট বাচ্চাদেরকে নূরাণী পড়াতে হবে। পাশাপাশি বাংলা, অংক ও ইংরেজী পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।
যোগ্যতা: সুন্নতি দাড়ি বিশিষ্ট হওয়া। পাঁচ ওয়াক্ত নামাজি হওয়া। সত্যবাদী হওয়া এবং নুরানী প্রশিক্ষন প্রাপ্ত ও শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। (দাওরায়ে হাদীস থাকলে অগ্রাধিকার দেওয়া হবে)
বেতন: নয় হাজার টাকা মাত্র। ৯,০০০/-
২। হিফজ বিভাগ: একজন (পুরুষ শিক্ষক) আবশ্যক
কাজ: আবাসিকে অবস্থান করেই শিশু কমলমতি ছোট বাচ্চাদেরকে হিফজ পড়াতে হবে। পাশাপাশি বাংলা, অংক ও ইংরেজী পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।
যোগ্যতা: সুন্নতি দাড়ি বিশিষ্ট হওয়া। পাঁচ ওয়াক্ত নামাজি হওয়া। সত্যবাদী হওয়া এবং পরিপূর্ন হাফেজ ও দীর্ঘদিনের হিফজ বিভাগে পড়ানোর অভিজ্ঞতা থাকা। ( হুফ্ফাজের ট্রেনিং প্রাপ্তদের জন্য অগ্রাধিকার রয়েছে )
বেতন: দশ হাজার টাকা মাত্র। ১০,০০০/-
৩। কিতাব বিভাগ: একজন (পুরুষ শিক্ষক) আবশ্যক
কাজ: আবাসিকে অবস্থান করেই শিশু কমলমতি ছোট বাচ্চাদেরকে আরবী বিষয়ে পড়াতে হবে। পাশাপাশি বাংলা, অংক ও ইংরেজী পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।
যোগ্যতা: সুন্নতি দাড়ি বিশিষ্ট হওয়া। পাঁচ ওয়াক্ত নামাজি হওয়া। সত্যবাদী হওয়া এবং দাও রায়ে হাদীস পাশ। (নুন্যতম ৮ম শ্রেনি পর্যন্ত শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে)
বেতন: নয় হাজার পাচঁশত টাকা মাত্র। ৯,৫০০/-
প্রার্থীর যা যা লাগবে:
১। দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
২। চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ পত্র।
৩। ভোটার আইডি কার্ডের ফটোকপি।
৪। সকল পাশের সনদপত্র।
বি: দ্র: প্রার্থীকে অবশ্যই আহলুল হাদীস /সালাফি মানহাজের হতে হবে।
যোগাযোগের ঠিকানা: প্রার্থীকে প্রিন্সিপাল বরাবর দরখাস্ত পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
মহব্বতপুর দারুল হাদীস আস-সালাফিয়া মাদরাসা।
গ্রাম: মহব্বতপুর, ডাকঘর: চেরাডাঙ্গী, সদর, দিনাজপুর।
প্রিন্সিপাল: শায়খ মুহাম্মাদ মুযযাম্মিলুল হক।
মোবাইল নং: ০১৩০৪৬৯০৩৬৫, অফিস সহকারী -০১৭৩৬৫০৩১৯০।
অথবা
চাকুরী করতে আগ্রহী প্রার্থীরা নিচের ফরমটি পূরণ করুন।