চলো বন্ধু নামাজ পড়ি
সময় যখন হয়
এই নামাজি তো
মুসলমানের আসল পরিচয়। (২ বার)
চলো ছুটে যাই মসজিদে
ছোট-বড় কে সঙ্গী করে।
চলো বন্ধু…………..
এই নামাজ যদি পড়ো তুমি
পাপ তোমায় ছুঁবেনা
আল্লাহ খুশি হবে যেন
দুঃখ তোমার রবেনা। ২ বার
তাই এসো সবাই জীবন সাজাই
চলো ছুটে যাই মসজিদে
ছোট-বড় কে সঙ্গী করে। (২ বার)
চলো বন্ধু…………..
এই নামাজ যদি না হয় পড়া
বৃথায় তোমার এ জীবন
পড়লে নামায পাবে জান্নাত
হলে তোমার মরণ। ২ বার
তাই এসো সবাই জীবন সাজাই
চলো ছুটে যাই মসজিদে
ছোট-বড় কে সঙ্গী করে। ২ বার
চলো বন্ধু নামাজ পড়ি
সময় যখন হয়
এই নামাজি তো
মুসলমানের আসল পরিচয়। ২ বার
চলো বন্ধু…………..
Song: Colo Bondhu (চলো বন্ধু), Singer: Tarikul Islam, Lyricist: Mahmud Faisal.
Leave a Reply