*এসেছে সবার মাঝে ফের রমাদ্বান
সাথে নিয়ে আল্লাহর খোদফরমান,
কোরআন নেমে, এল এই ধরাতে
কালিমাকে দূর করে নূর ভরাতে। (২বার)
#আয় রে মুমিন কাছে দেখ তার শান
এসেছে সবার মাঝে ফের রমাদ্বান।
#রমাদ্বান…..রমাদ্বান……
এসেছে সবার মাঝে ফের রমাদ্বান। (২ বার)
*ডালিভরা রহমত নিয়ে এল ওই
জগতের মুসলিম কই তোরা কই,
বরকত যতখুশি নেরে হাতভরে
আল্লাহর প্রিয় হতে এসো তার তরে।
সিয়াম-কিয়াম চলে এই মাসজুড়ে
বেদীন-মূর্খ যারা তারা থাক দূরে,
মধুর কণ্ঠে বাজে কোরানের সুর
আনমনে ভরে যায় এই মনোপ্রাণ।
#আয় রে মুমিন কাছে দেখ তার শান
এসেছে সবার মাঝে ফের রমাদ্বান।
#রমাদ্বান…..রমাদ্বান……
এসেছে সবার মাঝে ফের রমাদ্বান। (২ বার)
*হাজার রাতের সেরা রাত এইমাসে
পাপ-তাপ মুছে দিতে প্রভু কাছে আসে,
আখেরাতে চেয়ে নিতে তার সাক্ষাত
ইবাদতে মশগুল কিনো রহমত।
মুক্তির পথ পেতে সব গোনাগার
আয় চলে রমজানে হই রোজাদার
বেহেশতিপথ তবে হবে নারে দূর
পার হবি সহজেই হাশর-মিজান।
#রমাদ্বান…..রমাদ্বান……
এসেছে সবার মাঝে ফের রমাদ্বান। (২ বার)
গানের কথাঃ তোরাব আল হাবীব
সুরঃ রেজওয়ানুল হক লেলিন
পরিবেশনায়ঃ ভয়েস কালচারাল সেন্টার, দিনাজপুর।
Leave a Reply