গীতিকার ও সুরকার: আবুল কালাম আজাদ
শিল্পী: তরিকুল ইসলাম।
পরিবেশনায়: রাহবার শিল্পীগোষ্ঠী, দিনাজপুর।
দিনাজপুরত বাড়ি হামার
দিনাজপুরত ঘর। ( ২বার)
এইঠেনা হারা সবাই সবার ( ২বার)
কেহ নয় কারো পর। আবার ঐ
বাংলাদেশের ম্যাপত যখন
দেখো দিনাজপুর,
হারাই ফেলাও গানের ভাষা
ভুলো তখন সুর। ( ২বার)
তোরো থানাত গড়া জেলা ( ২বার)
যেনো একখান ঘর। আবার ঐ
গাছ গোছালী নদী দিয়া
গড়া এই জেলা,
শান্তশিষ্ট সাহসী মানুষ
আছে যে ঢেইল্লা। ( ২বার)
বাংলাদেশের উত্তর পাকের ( ২বার)
একটাই শান্তির স্থর। আবার ঐ
তামাম দেশের মানুষ গুলাক
জানাও জেয়াফত,
ঘুরাই ফিরাই খিলাই দিলাই
থুমো মান ইজ্জত। ( ২বার)
বিশ্বাস যদি না হয় আসি ( ২বার)
দেখো একটা বার। আবার ঐ