প্রতিবেদক: কাজী আসাদ বিন রমজান
আজ ০২ মার্চ ২০২১ রোজ: সোমবার।
নিবরাস ইসলামিক রিচার্জ ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায়, আদ-দাওয়াহ্ ইলাল্লাহ্ এর ব্যবস্থাপনায় ৫ম বারের মত
“আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ” বীরহাটাব-হাটাব, বীরাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে
“সালাফী কনফারেন্স-২০২১”
উক্ত সালাফী কনফারেন্সে সভাপতিত্ব করবেন,
শাইখ আব্দুর রাযযাক বিন ইউসুফ (হাফিঃ)
চেয়ারম্যান, নিবরাস ইসলামিক রিচার্জ ফাউন্ডেশন
প্রতিষ্ঠাতা পরিচালক, আল-জামি’আহ আস-সালাফিয়্যাহ, নারায়ণগঞ্জ, রাজশাহী ও দিনাজপুর।
বক্তব্য পেশ করবেন:
দেশ বরেণ্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উলামায়ে কেরাম।
স্থানঃ আল-জামি’আহ আস-সালাফিয়্যাহ, বীরহাটাব-হাটাব, বীরাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
তারিখঃ আগামী ৪ ও ৫ মার্চ ২০২১
সময়ঃ ১ম দিন বাদ আছর হতে শুরু।
মিডিয়া পার্টনার:
www.facebook.com/alitisamtv
www.youtube.com/channel/UCtip528n2pKDumGCvftZPIg
সালাফি কনফারেন্স-২০২১ এর প্রচারের একটি ভিডিও
অতীতের সালাফী কনফরেন্সের কিছু ভিডিও চিত্র:
জামিয়াকে নিয়ে আরেকটি সুন্দর গজল। সালাফী কনফারেন্স-২০২০, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
জামিয়ার ছাত্রদের পরিবেশনা। সালাফী কনফারেন্স-২০২০, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
মহিলা শাখার ছোট মেয়েদের পরিবেশনা। সালাফী কনফারেন্স-২০২০, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
আরবী বক্তব্য। বাছশাম ইবনে আব্দুল আলিম। সালাফী কনফারেন্স-২০২০, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
বিদায়ী বক্তব্য। সালাফী কনফারেন্স-২০২০, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
শাইখ আব্দুল্লাহ্ বিন আব্দুর রাযযাক, সালাফী কনফারেন্স-২০২০, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
Leave a Reply