🟢 আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমীরে জামা’আত প্রফেসর ড.মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব স্যারের মেঝো ছেলে ও হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ এর ব্যাবস্থাপনা পরিচালক ড. আহমাদ আব্দুল্লাহ নাজিব ‘র
বিবাহ আজ সুসম্পন্ন আলহামদুলিল্লাহ।
অদ্য ০৫ মার্চ ২০২১ ইং বাদ জুম’আ উভয় পক্ষের বিশেষ ব্যক্তিবর্গের উপস্থিতে বিবাহ কার্য সম্পাদন হয়।
আমীরে জামা’আত বিয়ের খুৎবা পাঠ করেন এবং বর-কণে উভয়ের জন্য বরকতের দো’আ করেন।
🟢 নবদম্পত্যির জন্য দো’আ :
بَارَكَ اللهُ لَكَ وَ بَارَكَ عَلَيْكَ وَ جَمَعَ بَيْنَكُمَا فِيْ خَيْرٍ >
উচ্চারণ- ‘বারাকাল্লাহু লাকা, ওয়া বারাকা আলাইকা, ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইরিন’ (তিরমিজি, মিশকাত) অর্থাৎ ‘আল্লাহ তোমাকে বরকত দান করুন, তোমাদের উভয়ের প্রতি বরকত নাজিল করুন এবং তোমাদের কল্যাণের সঙ্গে একত্রে রাখুন
🟢 আল্লাহ নব. নবদম্পত্যিকে তার দ্বীনের জন্য কবুল করুন, আমীন।
♥ আমীরে জামাআত প্রফেসর ড.মুহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব স্যারের
আজকের জুম’আর খুৎবার
বিষয় ইসলামে বিবাহের বিধান
Leave a Reply