আজ ৬ মার্চ ২০২১, রোজ শনিবার, মধ্যরাতে প্রায় সহস্রাধিক মানুষের উপস্থিতিতে ধানীখোলা বাজার, ত্রিশাল, ময়মনসিংহে “বাংলাদেশ আহলেহাদীস তাবলীগে ইসলাম” এর “তাবলীগী সম্মেলন-২০২১”-এ
মজলিসে শুরা বা নেতা-কর্মীদের সিদ্ধান্তনুযায়ী, বাংলাদেশ আহলেহাদীস তাবলীগে ইসলাম এর নতুন পরিচালক নির্বাচিত হয়েছেন শাইখ ড.মুযাফফর বিন মুহসিন (হাফিঃ)। এ সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাতা আমীর ছিলেন (খুলনার) বিশিষ্ট মুনাজির মুফতি আব্দুর রউফ (রহঃ)। এ সংগঠনটি অনেক প্রাচীন।
***নতুন আমীর এর সংক্ষিপ্ত পরিচয়***
নির্ভেজাল তৌহিদী এক যুব কাফেলা আহলে-হাদীছ যুবসংঘের ২ বারের সফল সভাপতি। আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী মাদ্রাসার তুখর মেধাবী ছাত্র ও সাবেক শিক্ষক। মাসিক আত-তাহরীকের গবেষণা ও ফতোয়া বিভাগের সাবেক সদস্য। পীস টিভি বাংলা’র নিয়মিত আলোচক ও ভাস্যকার। আল-ইখলাস প্রকাশনীর স্বত্বাধিকারী। দারুল হুদা ইসলামী কমপ্লেক্সে এর মহাপরিচালক। মাসিক আল ইখলাস এর প্রতিষ্ঠাতা সম্পাদক। দ্বিমাসিক তাওহীদের ডাক এর প্রতিষ্ঠাতা সম্পাদক। মাসিক আল ইতিছাম এর প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠাতা সম্পাদক (সাবেক) হিসেবে দায়িত্ব পালন করেন।
সর্বশেষ তিনি আল- জামি’আহ আস-সালাফিয়্যাহ, ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহীর ভাইস প্রিন্সিপাল ও মুহাদ্দিস এর দ্বায়িত্ব পালন করেন। সে সময় তিনি শাইখ আব্দুর রাযযাক বিন ইউসুফ এর প্রধান পরামর্শদাতা হিসেবেও ছিলেন।
আল্লাহ তা’য়ালা মুহতারাম কে তার দায়িত্ব ইখলাসের সাথে পালন করার তৌফিক দান করুন। আমীন
পরিচালক নির্বাচনের ভিডিও চিত্র:
Leave a Reply