ভ্রান্ত_আকিদা_বিস্তারিত
কলরবের নিউ হুজাইফা ইসলামের গজল টা শুনতে হয়তো অনেকের ভাল লেগেছে, আর আমার থেকে মনে হয়েছে, এই গজলটা মাধ্যমে কলরব শিল্পীদের ভ্রান্ত আকিদা প্রকাশ পেয়েছে !
আসুন আমরা গজল এর প্রথম লাইনটি শুনি-
“আমি ক্ষুদ্র তাই, বুঝতে পারিনা, ওগো মহা মহিয়ান, তুমি সবখানে বিরাজমান”
উক্ত গজল এর প্রথম লাইনটি দাঁড়া বোঝানো হয়েছে বা বুঝাতে চেয়েছে, আল্লাহ তায়ালা সব জায়গায় বিরাজমান। অথচ এরকম ধারনা বা এরকম আকিদা কোন মুসলমান হতে পারে না,
যেখানে আল্লাহ তাআলা স্বয়ং তার পরিচয় দিয়ে বলেন, الرحمن على العرش استوى, দয়াময় (আল্লাহ) আরশে সমুন্নত [সূরা ত্ব-হা 5 ]
অন্যত্র আল্লাহ বলেন,
ان ربكم الله الذي خلق السماوات والارض في سته ايام ثم
استوى على العرش.
নিশ্চয়ই তোমাদের প্রতিপালক হচ্ছেন সেই আল্লাহ যিনি আসমান ও যমীনকে 6 দিনে সৃষ্টি করেছেন অতঃপর তিনি আরশে সমুন্নত রয়েছেন। [সূরা আরাফ : 54]
এছাড়া সূরা ইউনুস 3, সূরা রা’দ 2, সূরা ফুরকান 59, সূরা সেজদা 4, সূরা হাদীদ 4 আয়াত সহ মোট সাতটি আয়াত দ্বারা প্রমাণিত ওই যে আল্লাহর আরশ এর উপর।
তাই দ্বীনি ভাই বোনেরা সতর্ক হোন, আল্লাহ সব জায়গায় বিরাজমান এসব ভ্রান্ত আকিদা প্রত্যাহার করুন। আর এই গজল শুনা থেকে বিরত থাকুন।