খালা মায়ের সমতুল্য :
প্রশ্ন : বারা ইবনে আযেব (রাঃ) থেকে বর্ণিতঃ নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “খালা মায়ের মর্যাদায় অধিষ্ঠিত।” (তিরমিযী ১৯০৪)
প্রশ্নঃ এই হাদীসে মূলত কি বোঝানো হয়েছে?
উত্তর : ইসলামের দৃষ্টিতে খালা হলো, মায়ের সমতুল্য আর চাচা হলো, বাবার সমতুল্য।
এই বিষয়ে একাধিক বিশুদ্ধ হাদিস রয়েছে।
খালা মায়ের সমতুল্য সংক্রান্ত একটি হাদিস হলো, আলী রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন
الْخَالَةُ بِمَنْزِلَةِ الْأُمِّ – وصححه الألباني في “صحيح أبي داود
“খালা মায়ের মর্যাদার।” (শাইখ আলবানী এটিকে সহিহ বলেছেন, দ্রষ্টব্য: সহিহ আবুদাউদ)
এর অর্থের ব্যাপারে ইমাম যাহাবি বলেন,
“أي : في البر والإكرام والصلة” انتهى
“অর্থাৎ সদাচরণ, সম্মান এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষার ক্ষেত্রে মা খালার সমতুল্য।”
এই অর্থটি প্রকাশিত হয় অপর একটি হাদিস থেকে। তা হল:
عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أَصَبْتُ ذَنْبًا عَظِيمًا فَهَلْ لِي تَوْبَةٌ؟ قَالَ: (هَلْ لَكَ مِنْ أُمٍّ؟) قَالَ: لَا، قَالَ: (هَلْ لَكَ مِنْ خَالَةٍ؟) قَالَ: نَعَمْ، قَالَ: (فَبِرَّهَا).
وصححه الألباني في “صحيح الترغيب” (2504)
ইবনে ওমর রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি অনেক বড় একটি পাপ করে ফেলেছি। আমার কি তওবার সুযোগ আছে?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি মা আছে?
লোকটি বলল, না।
তখন তিনি জিজ্ঞেস করলেন, তোমার কি খালা আছে?
লোকটি বললো, হ্যাঁ।
তিনি তাকে বললেন, তাহলে তার সাথে সদাচরণ করো। (অর্থাৎ মায়ের মত খালার খেদমত ও সেবা-শুশ্রূষা করো, তাকে সম্মান করো, তাকে সাহায্য সহযোগিতা কর এবং বিভিন্নভাবে তাকে খুশি রাখার চেষ্টা করো ইত্যাদি)
[ তিরমিজি, সহিহ তারগিব/২৫০৪]
وروى أبو داود (4970) عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّهَا قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، كُلُّ صَوَاحِبِي لَهُنَّ كُنًى، قَالَ: (فَاكْتَنِي بِابْنِكِ عَبْدِ اللَّهِ) يَعْنِي ابْن اخْتُهَا ، فَكَانَتْ تُكَنَّى بِأُمِّ عَبْدِ اللَّهِ
উম্মুল মুমিনীন মা জননী আয়েশা রা.- এর কোন সন্তান ছিল না। কিন্তু তিনি তার বোন আসমা রা. এর ছেলে আব্দুল্লাহ (বিন জুবায়ের)- এর দিকে সম্বন্ধ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উম্মে আব্দুল্লাহ বা আব্দুল্লাহর মা নামে নিজের উপনাম রাখার অনুরোধ করায় তিনি তা করেছিলেন।
এতেও বুঝা যায়, খালা মায়ের সমতুল্য। আলহামদুলিল্লাহ।
উত্তর প্রদানে :
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।